ভেড়ামারা সমিতির ফ্যামিলি নাইট 2025 এর রেফেল ড্র অনুষ্ঠিত হয়েছে
রিপোর্ট জসিম চৌধুরী নিলয়
আজ ছিল ঢাকাস্থ ভেড়ামারা সমিতির ফ্যামিলি নাইট ২০২৫। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব র্যাফল ড্র তে প্রথম পুরস্কারটি ছিল ১১.৫ ইঞ্চির একটি iPad। স্পনসর করেছে আমার প্রতিষ্ঠান Manha Autos Ltd । পুরস্কারটি প্রদানের সময় উপস্থিত ছিলেন (বা থেকে ) আজকের প্রোগ্রামের কনভেনর লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য কুষ্টিয়া-২ আসনের সাবেক এম.পি অধ্যাপক শহিদুল ইসলাম, ভেড়ামারা সমিতি ঢাকার সভাপতি বিশিষ্ট অর্থপেডিক সার্জন ডাক্তার রতন কুমার পাল এবং সর্ব ডানে উপস্থিত ভেড়ামারা সমিতি ঢাকার মহাসচিব এস.পি.মেহেদী হাসান সুমন ভাই। প্রথম পুরস্কারটির সৌভাগ্যবান – ভেড়ামারা সমিতি ঢাকার ইসি মেম্বার Khokon Chandra Kundu দাদা। ভেড়ামারা সমিতি ঢাকা’র ফ্যামিলি – ডে ২০২৪ এর র্যাফল ড্র তেও প্রথম পুরস্কারটি স্পন্সর করেছিল আমার প্রতিষ্ঠান মানহা অটোস লিমিটেড