টাইমসবাংলা৭১ নিউজ ডেস্কঃ
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এবং সিলেট সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র জনাব বদর উদ্দিন আহমদ কামরান ঢাকা সিএমএইচ হাসপাতালে রাত আনুমানিক ২”৩০ মিনিটে ইন্তেকাল করিয়াছেন। “ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজেউন”।
এক শোকবার্তায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৫ জুন সাবেক মেয়রের নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসে। জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ৬ জুন সকালে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় গত রবিবার সন্ধ্যায় তাকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে সিলেট থেকে ঢাকা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।