যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ উত্থানের শুরু থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন প্রেস কনফারেন্স করছেন। আর, এই প্রেস কনফারেন্স এই করুণ মহামারির কালেও কখনও সাধারণ মানুষের মনে যোগাচ্ছে হাসির খোরাক কিংবা উদ্বেগ।
তিনি প্রায় প্রতিদিন কোনো না কোনো সাংবাদিকের উপর চড়াও হচ্ছেন, তাদের উত্থাপিত প্রশ্ন পছন্দ না হলেই। “জঘন্য প্রশ্ন” হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে প্রিয় জবাব।
সম্প্রতি তিনি তাঁর চির চেনা আক্রমণাত্মক ভূমিকায় চড়াও হন, সিবিএসের সাংবাদিক ওয়েজিয়া জিয়াং-এর উপর। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “হয়তো এই প্রশ্ন আপনার করা উচিৎ চীনকে। আমাকে না, চীনকে প্রশ্ন করেন, ঠিক আছে?”
মিজ ওয়েজিয়া প্রশ্ন করেছিলেন: “কেন ট্রাম্প বরাবর ভুলভাবে দাবি করে আসছেন যে করোনা ভাইরাস টেস্টিংয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অন্যান্য সব দেশের চেয়ে ভালো করছে? কেনই-বা এই তুলনা প্রয়োজন?”
এই প্রশ্নের জবাব চীনকে কেন করতে হবে? নাকি ট্রাম্পের মনোজগতে খেলা করছে চীন ইস্যু?
ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই বারবার করোনা ভাইরাসকে বলছেন “চায়না ভাইরাস”। তিনি করোনা ভাইরাসকে চীনের ল্যাবে তৈরি মানব-সৃষ্ট জীবাণু-অস্ত্র বলেও মন্তব্য করেন। এমনকি চীনের প্রতি পক্ষপাতদুষ্ট অভিযোগ করে, প্রেসিডেন্ট ট্রাম্প খুব স্পর্শকাতর সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থায়ন বন্ধ করেন।
এটা এখন দৃশ্যমান যে ইউ.এস.-চীন সম্পর্কের উপর সাম্প্রতিক সময়ের ঘটনাবলি খুব নেতিবাচক প্রভাব ফেলবে।